লন্ডন থেকে রোজিনার আহ্বান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৫৬, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

লন্ডন থেকে রোজিনার আহ্বান

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
লন্ডন থেকে রোজিনার আহ্বান

‘যে যা পারো সাহায্য করো’, লন্ডন থেকে স্বজনদের রোজিনা

লন্ডন অফিস:

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন চিত্রনায়িকা রোজিনা। সেখানে বসেই বন্যার্তদের প্রতি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‘কয়েক মাস ধরে আমি লন্ডনে আছি। বাংলাদেশে বন্যার পরিস্থিতি এত ভয়াবহ যে, এই দুর্যোগে মানুষের পাশে আমাদের সবারই থাকা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় ফোন করে আমার ভাই-বোন ও আত্মীয়-স্বজনকে বলেছি তোমরা যে যতটুকু পারো, আমিও যতটুকু পারি সহযোগিতা করব। তোমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়াও। আমার চলচ্চিত্র শিল্পী ভাই-বোনদেরকে বলব আপনারা যে, যতটুকু পারেন সহযোগিতা করেন। বন্যাদুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। মহান আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন।’

টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি শোবিজ সংশ্লিষ্টরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।