জিম্মি মুক্তি চুক্তির আহ্বান সিআইএ ও এমআই-সিক্স প্রধানের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:১১, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জিম্মি মুক্তি চুক্তির আহ্বান সিআইএ ও এমআই-সিক্স প্রধানের

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪
জিম্মি মুক্তি চুক্তির আহ্বান সিআইএ ও এমআই-সিক্স প্রধানের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও যুক্তরাজ্যের এমআই-সিক্স। শনিবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংস্থাদুটির প্রধানরা সংঘাতের অবসান চেয়ে এই প্রচেষ্টার কথা জানিয়েছেন। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস ও এমআই-সিক্স প্রধান রিচার্ড মুর জানান, তারা গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে সংঘাত কমানোর ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

বার্নস বলেন, নতুন একটি যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে এবং তা কয়েক দিনের মধ্যে উপস্থাপন করা হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের অবসান ঘটাতে ইসরায়েল ও হামাসকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনৈতিক সমঝোতা প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।