সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:০৫, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

সম্পাদকীয়:

আরব্য রজনীর ইতিহাস কিংবা মহাকাব্যের চরিত্রগুলো আমাদের যতটা মোহিত করে, তার চেয়েও আমরা বেশি আমোদিত হই আমাদের ঐতিহ্যে, অর্জনে, সমৃদ্ধি ও গর্জনে। স্বাধীনতার পর যেসব অর্জন আমাদের আনন্দ দিয়েছে, তার অন্যতম হলো ক্রিকেট। একসময়ের ব্রিটিশ শাসনের জাঁতাকলে পিষ্ট হওয়া বাঙালি চার-ছক্কার এই ধুন্ধুমার ব্রিটিশ খেলাটিকে বর্তমানে এক সর্বজনীন উৎসবে রূপ দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাফল্যের আরও একটি পালক অর্জন করে মঙ্গলবার পাকিস্তানের মাটিতে বিজয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে ছয় উইকেটের অবিস্মরণীয় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ নিজেদের করে নিয়েছে ২-০তে। হোয়াইটওয়াশ, ধবলধোলাই, বাংলাওয়াশ-যা-ই বলা হোক না কেন, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের পর সিরিজ জয়েরও মহোৎসব করল বাংলাদেশ। ২৪ বছর আগে টেস্ট স্ট্যাটাস পেলেও টেস্টে টাইগারদের সাফল্য ছিল নগণ্য। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে চার নম্বরে। টাইগারদের অবিস্মরণীয় এ সাফল্যে তাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন।

সন্দেহ নেই, বাংলাদেশের ইতিহাস রাঙানোর এই মধুর ক্ষণটুকু টাইগারভক্তদের মণিকোঠায় অক্ষয় হয়ে থাকবে। সেদিন অবশ্য বাংলাদেশের জয়ের পক্ষে একমাত্র বাধা হতে পারত বৃষ্টি। সিরিজের শেষদিনে ঝড়বৃষ্টির পূর্বাভাসও ছিল; কিন্তু প্রকৃতি অমন বেরসিক নয় যে, লাল-সবুজের এমন ইতিহাস গড়া জয়ের পথে বাদ সাধবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।