ডেস্ক রিপোর্ট:
নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফিরছেন তিনি। অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
স্বাস্থ্যগত কারণে চলমান টেস্ট সিরিজ থেকে রশিদ খানকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। পিঠে সমস্যায় ভুগছিলেন তিনি। গত নভেম্বর ওয়ানডে বিশ্বকাপের পর পিঠে অস্ত্রোপচারও করা হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, রশিদ খান আসন্ন সিরিজে ফিরলেও ইব্রাহিম জাদরানের শারজায় খেলা হবে না। আরেক স্পিনার মুজিব উর রহমান আঙুলের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ডাক পেয়েছেন ব্যাটার দারউইশ রাসুলি ও আব্দুল মালিক। দলের নেতৃত্ব থাকবেন হাশমতউল্লাহ শহীদী।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।