শি-বাইডেনের বৈঠক নিয়ে আশাবাদী ব্লিঙ্কেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৮, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

শি-বাইডেনের বৈঠক নিয়ে আশাবাদী ব্লিঙ্কেন

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
শি-বাইডেনের বৈঠক নিয়ে আশাবাদী ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্র অফিস:

মার্কিন-চীন সম্পর্ক ‘কখনোই মসৃণ নয়’- এ ধারণা প্রচলিত দুই দেশের প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে। দুইপক্ষ একে অপরকে তীব্র আক্রমণ করলেও, আলোচনা চালিয়ে যেতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠক হবে।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এ মন্তব্য করেন।

বৈঠকে ব্লিঙ্কেন তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। তিনি দক্ষিণ চীন সাগরে চীনের ‘বিপজ্জনক এবং অস্থিতিশীল কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের শঙ্কা, চীন রাশিয়াকে এমন সবসামগ্রী সরবরাহ করছে যা সামরিক কাজে ব্যবহার হতে পারে। যদিও বেইজিং দাবি করেছে, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের অবসান দেখতে চায় চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।