ইসরাইলকে আরও ৮.৭ বিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:২২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইসরাইলকে আরও ৮.৭ বিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
ইসরাইলকে আরও ৮.৭ বিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র অফিস:

যুদ্ধবাজ ও দখলদার ইসরাইলকে আরও ৮.৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ঘোষণায় ইসরাইল জানায় যে, যুক্তরাষ্ট্র এ প্যাকেজটি ইসরাইলকে তার সামরিক কার্যক্রমের সহায়তা হিসেবে দেবে।

ইসরাইল এই সহায়তা প্যাকেজটি এমন এক সময়ে পাচ্ছে, যখন দখলদার বাহিনী লেবানন ও গাজার নিরীহ জনগণের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

২০০৬ সালের লেবানন যুদ্ধের পর থেকে দেশটিতে এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করা হচ্ছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল এয়াল জামির ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।