আস্ত দ্বীপ কিনে দিলেন স্বামী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০৬, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আস্ত দ্বীপ কিনে দিলেন স্বামী

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
আস্ত দ্বীপ কিনে দিলেন স্বামী

লন্ডন অফিস:

জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক নাদাক। স্ত্রীর খুব শখ বিকিনি পরে সমুদ্র সৈকতে নামবেন। কিন্তু সবার সামনে কী আর স্ত্রীকে বিকিনিতে ছেড়ে দেওয়া যায়! তাই স্ত্রীর জন্য আস্ত এক দ্বীপই কিনে দিলেন স্বামী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এক নারী দাবি করেছেন, তার স্বামী দ্বীপ কিনে দিয়েছেন তাকে।

নীল জলের সমুদ্র ঘেরা দ্বীপের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ২৬ বছর বয়সী নাদাক ওই পোস্টে লিখেন, বিকিনি পরে গোসল করতে চেয়েছি, কোটিপতি স্বামী একটা দ্বীপ কিনে দিয়েছেন। ব‍্যবসায়ী জামাল আল নাদাকের সঙ্গে বিয়ে হয়েছে তার। দুজনের সংসার তিন বছরের। দুবাইয়ে পড়াশোনা করতে গিয়ে পরিচয়। সেখান থেকেই প্রেম। ৮ বছর প্রেমের পর বিয়ে করেন এই জুটি। এখন পুরোদস্তুর গৃহবধূ নাদাক। কিন্তু তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি জামাল। স্বামীর কাছে বিকিনি পরে সমুদ্রস্নানের ইচ্ছা প্রকাশ করেছিলেন নাদাক। দ্বিতীয়বার বলার আগেই স্ত্রীর জন্য ব‍্যক্তিগত দ্বীপ কিনে দেন তিনি। নাদাক জানান, জামাল এই দ্বীপ কিনেছেন ৫০ মিলিয়ন ডলার বা ৫৭৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা দিয়ে। এখন সেই দ্বীপেই বেশির ভাগ সময় কাটান নাদাক।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এত দাম দিয়ে দ্বীপ কিনলেও সেটির অবস্থান কিন্তু জানাননি নাদাক। নিরাপত্তার কারণেই না কি দ্বীপের অবস্থান গোপন রেখেছেন তিনি। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।