ইন্টারন্যাশনাল ডেস্ক:
ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে তার সমালোচনায় ফেটে পড়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে গুতেরেসকে রীতিমতো ধুয়ে দিয়েছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘সুইজারল্যান্ডে প্রথমবার অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউক্রেনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন জাতিসংঘ মহাসচিব। কিন্তু যুদ্ধাপরাধী পুতিনের কাছ থেকে কাজান যাওয়ার আমন্ত্রণ ঠিকই গ্রহণ করলেন। মারাত্মক ভুল একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে জাতিসংঘের সুনাম ক্ষুণ্ন হলো।’
চলতি মাসে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে কাজান সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।