ডেস্ক রিপোর্ট:
ফর্ম হারিয়ে ফেলায় ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে বাদ পড়েছিলেন বাবর আজম ও শাহীন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে ফিরেছেন তারা। তাদের নিয়েই পাকিস্তান দল ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরলেও নির্বাচকরা জানিয়েছেন, বাবর ও শাহীন আগামী মাসে হতে যাওয়া জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকবেন।
সাদা বলের ক্রিকেটের জন্য খুব শিগগিরই অধিনায়কের নাম ঘোষণা করা হবে। নতুন অধিনায়ক বাবরের স্থলাভিষিক্ত হবেন।
অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সফর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের প্রথম ম্যাচ ৪ নভেম্বর। বাকি দুই ম্যাচ ৮ ও ১০ নভেম্বর। ওয়ানডের পরেই টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি ১৪ নভেম্বর। বাকি দুই ম্যাচ ১৬ ও ১৮ নভেম্বর।
ওয়ানডের জন্য প্রথমবারের মতো ডাক পড়েছে অলরাউন্ডার আমের জামাল, আরাফাত মিনহাজ, স্পিনার ফয়সাল আকরাম, উইকেটকিপার ব্যাটার হাসিবুল্লাহ, ব্যাটার ইরফান খান ও সাইম আইয়ুবের। একইভাবে টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার জাঁহাদাদ খান, সালমান আগা।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: আমের জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আগা, শাহীন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: আরাফাত মিনহাজ, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাঁহাদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাগ, ওমায়ের বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সালমান আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।