ভূমিকা রাখতে চান নাঈম - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:২৬, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভূমিকা রাখতে চান নাঈম

editorbd
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
ভূমিকা রাখতে চান নাঈম

ডেস্ক রিপোর্ট:

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হেরে গেছে বাংলাদেশ। মঙ্গলবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ম্যাচটির ভেন্যু চট্টগ্রাম আবার নাঈম হাসানের হোম গ্রাউন্ড। মিরপুর কিংবা অন্য ভেন্যুতে এই অফস্পিনারের পারফরম্যান্স গড়পড়তা হলেও চট্টগ্রামে নাঈমের পারফরম্যান্স দুর্দান্ত। তাইতো তার কণ্ঠে ফুটে উঠলো উচ্ছ্বাস। চট্টগ্রাম থেকে নাঈম জানালেন, দ্বিতীয় ম্যাচটি জিততে মরিয়া দলের সবাই। নিজের গ্রাউন্ড বলে ম্যাচটিতে সবকিছু উজার করে দিতে চান এই অফস্পিনার নিজেও।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই নাঈমের অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ২০২২ সালে সর্বশেষ টেস্ট ম্যাচেও ৬টি উইকেট পেয়েছেন। চট্টগ্রাম যেন নাঈমকে দুই হাত ভরে দিচ্ছে। তবে নাঈমের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সর্বশেষ তিন ইনিংসে কোন উইকেটের দেখা পাননি। নাঈম এবার নিজের হোমগ্রাউন্ড বলেই বেশি আত্মবিশ্বাসী। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘অবশ্যই নিজের হোম গ্রাউন্ডে খেলতে খুব ভালো লাগে। আগেও খেলেছি, আমার ক্যারিয়ারের দুটা ফাইফার এখানে।
সর্বশেষ ম্যাচ যখন খেলেছি এই মাঠে ৬ উইকেট পেয়েছি। মাঠে যা যা দরকার ওগুলোর প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে কাজ করছি যেন সামনে আর না হয়। এখানে (চট্টগ্রামে) সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় মিরপুরে যে উইকেট ছিল এখানে ভিন্ন উইকেট থাকবে। ইনশাআল্লাহ আমাদের স্পিনাররা তো আল্লাহ রহমতে খুব ভালো শেপে আছে। তাইজুল ভাই, মিরাজ ভাই; ইনশাআল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট আসবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।