ফাইনালে বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩২, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফাইনালে বাংলাদেশ

editorbd
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোল উৎসব করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে লাল সবুজ দল ৭-১ গোলে পাহাড় বেষ্টিত দেশটিকে বিধ্বস্ত করেছে। তহুরার হ্যাটট্রিক ছাড়াও অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেছেন। এছাড়া ঋতুপর্ণা চাকমা ও মাশুরা পারভীনের কাছ থেকে এসেছে একটি করে গোল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই ছিল বাংলাদেশের আধিপত্য। একের পর এক আক্রমণে ভুটান রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। লাল-সবুজ দল একটি পরিবর্তন এনে শুরু থেকে গোছানো ফুটবল উপহার দিয়েছে। প্রাধান্যও ছিল একচেটিয়া।

সপ্তম মিনিটে অসাধারণ গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা চাকমা। তহুরা দারুণ বডি ডজে মার্কারদের পেছনে ফেলে বল নিয়ে আক্রমণে উঠে বাঁদিকে ঋতুকে পাস দিয়েছেন। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ভুটানের গোলকিপারকে পরাস্ত করেন ঋতু। ১২ মিনিটে আরেকটি আক্রমণ হয়েছিল। বাঁদিক থেকে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকা হেড করলেও তা গোললাইন থেকে রক্ষা করেছেন দরজি এদন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।