তামান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৪, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

তামান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন

editorbd
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪
তামান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন

ডেস্ক রিপোর্ট:

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়ার নতুন সিনেমা ‘সিকান্দার কা মোকাদ্দার’। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি থেকে ভালোই প্রশংসা মিলছে দক্ষিণী এই নায়িকার পক্ষে। তবে এখনও তিনি তুমুল প্রশংসায় ভাসছেন ‘স্ত্রী ২’ সিনেমার গানের সূত্রে।

চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির পর ছবিটি বলিউডের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের এই ছবি এরমধ্যে ব্যবসা করেছে ৬০০ কোটি! সেই সূত্রে এখন সবাই ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে, এতো বড় সাফল্যে কার ভূমিকা আসলে কতটুকু! অনেকেই দাবি করছেন, ছবিটির অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্যের পেছনে রয়েছে তামান্না ভাটিয়ার উপস্থিতি ও ‘আজ কি রাত’ গান। অনেকেই সামনে আনছেন শ্রদ্ধা কাপুরের পারফরমেন্স কিংবা গল্পের বাঁক।

এমন জল্পনা থেকে বেরিয়ে আসতে এনডিটিভির পক্ষ থেকে প্রশ্নটি ছুঁড়ে দেওয়া হলো সরাসরি তামান্না ভাটিয়াকে। জানার চেষ্টা হলো, ছবিটির সাফল্যে তার ভূমিকা আসলে কতটুকু বলে মনে করেন তিনি। জবাবে বিনয়ের সুরে তামান্না বলেছেন, ‘হ্যাঁ, আমি মনে করি সিনেমার বাণিজ্যিক সাফল্যে গানটি বড় অবদান রেখেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।