রম্য ডেস্ক:
একদিনের নিরুৎসাহিতকরণ শেষে আবারও মেঘের রাজ্য রাঙামাটির সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার থেকে আগের নিয়মে যথারীতি সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি। কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। ৫ ডিসেম্বর সকাল ১০টায় আগের নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবহর থাকবে।
সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, ‘আগামীকাল থেকে পর্যটকরা আগের মতোই সাজেক ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই।’ তিনি পর্যটকদের সাজেক ভ্রমণে আমন্ত্রণ জানান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, জেলা প্রশাসক স্যার জানিয়েছেন, সাজেক ও তার আশপাশের এলাকায় যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। তাই নিরুৎসাহিতকরণ আর বাড়ানো হচ্ছে না। আপতত বৃহস্পতিবার থেকে আবারও পর্যটকরা সাজেক ভ্রমণে যেতে পারবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।