মাঝ আকাশে লাখ লাখ টাকা ছড়ালেন শ্বশুর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৩, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মাঝ আকাশে লাখ লাখ টাকা ছড়ালেন শ্বশুর

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪
মাঝ আকাশে লাখ লাখ টাকা ছড়ালেন শ্বশুর

রম্য ডেস্ক:

স্বপ্ন ছিল ছেলে বিয়ে দেবেন মহা ধুমধামে। শুধু তাই নয়, ছেলের বিয়ে স্মরণীয় করে রাখতে এমন কিছু করতে চাইলেন যা নিয়ে আলোচনা হবে গোটা শহর এমনকি সারা দেশেও। চিন্তামত সেই কাজই করলেন তিনি।

ছেলে বিয়ের জন্য একটি বিমান ভাড়া করলেন। তবে হবু বৌমার বাড়িতে সেই বিমানে ছেলেকে পাঠানোর জন্য নয়, বিমান ভাড়া করেছিলেন হবু পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য।

সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি সাংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে ঘটনাটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের।

ওই সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের দিন পাত্রের বাবা একটি ছোট বিমান ভাড়া করে নিয়ে আসেন। তখনও সকলে বুঝতে পারেননি যে কী করতে এই বিমান ভাড়া করা হয়েছে। বিমানে লাখ লাখ টাকা (পাকিস্তানি রুপি) নিয়ে পুত্রের হবু শ্বশুরবাড়ির উদ্দেশে রওয়ানা দেন ওই ব্যক্তি।

পুত্রের হবু শ্বশুরবাড়ির ওপরে বিমানটি বেশ কয়েকবার চক্কর দেন। তার পর বিমান থেকে লাখ লাখ টাকা ছড়িয়ে দেওয়া হয় ছেলের হবু

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।