কানটুপি পরে সিজদা দিলে নামাজ আদায় হবে? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১৩, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কানটুপি পরে সিজদা দিলে নামাজ আদায় হবে?

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪
কানটুপি পরে সিজদা দিলে নামাজ আদায় হবে?

ডেস্ক রিপোর্ট:

টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে উমর (রা.) পাগড়ির পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার ওপর সিজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত ৩/৩৪৩)

ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, (সিজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৭৭৬)

তাই নামাজের আগে এ ধরনের টুপি কপাল থেকে সরিয়ে নেওয়া উচিত। অবশ্য এভাবে সিজদা করলেও তা সহিহ হবে এবং নামায আদায় হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।