সাউথ এশিয়া ডেস্ক:
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান তালেবান সরকারের শাসনকে বৈধতা না দেন এবং নারীদের শিক্ষা ও অধিকারে বাধা দেওয়ার বিরুদ্ধে সঠিক নেতৃত্ব প্রদর্শন করেন। রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষাবিষয়ক এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
মালালা বলেন, তাদের বৈধতা দেবেন না। মুসলিম নেতাদের এখনই সময় নিজেদের কণ্ঠ উচ্চারণ করার, ক্ষমতা প্রয়োগ করার। সঠিক নেতৃত্ব দেখানোর। প্রকৃত ইসলাম প্রদর্শনের।
দুই দিনের এই সম্মেলনে মুসলিম বিশ্বের ডজনখানেক দেশের মন্ত্রী ও শিক্ষাখাতের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। সম্মেলনটি মুসলিম ওয়ার্ল্ড লিগের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর তালেবান সরকার কঠোর শরিয়া আইন প্রয়োগ করেছে। এই কঠোরতাকে জাতিসংঘ লিঙ্গবৈষম্য হিসেবে অভিহিত করেছে। তাদের এই বিধিনিষেধের ফলে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় অংশগ্রহণ বন্ধ হয়েছে, অনেক সরকারি চাকরি থেকেও তারা বঞ্চিত হয়েছে।
পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, তালেবান সরকারকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হয়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।