ডেস্ক রিপোর্ট:
বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
এই খবর যখন ছড়িয়ে পড়েছে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে, তখন পড়শীর পরিবার থেকে জানানো হয়, তারা বিয়ে নিয়ে কিছু বলতে নারাজ।
যেহেতু বিয়ের খবর এখন সবাই জেনে গেছে, আর চুপ থাকতে পারলেন না পড়শী। তিনি নিজের ওয়ালে একটি ছবি পোস্ট করে বিয়ের কথা স্বীকার করেছেন।
পোস্টের ক্যাপশনে পড়শী লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ ছবিসহ সবার সঙ্গে ভাগ করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।’
এরপর তিনি লিখেছেন, “আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।”
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।