সাউথ এশিয়া ডেস্ক:
ভারতের নৌবাহিনী একসঙ্গে একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার ও একটি ফ্রিগেট চালু করেছে। এই পদক্ষেপ ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধির অংশ। দিল্লির উদ্যোগের লক্ষ্য ভারত মহাসাগরে চীনকে মোকাবিলায় নিজের প্রভাব ও শক্তি বাড়ানো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার মুম্বাইতে অনুষ্ঠিত দেশীয়ভাবে নির্মিত এই নৌযানের কমিশনিং অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক শক্তিতে পরিণত হচ্ছে। দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব বিস্তারে চীনের সঙ্গে প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভারত তার অবস্থান সুদৃঢ় করছে।
মোদি বলেন, আমরা নৌবাহিনীকে এই শতাব্দীর জন্য প্রস্তুত করতে বড় পদক্ষেপ নিচ্ছি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে ভারত মহাসাগর ক্রমেই আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। তিনি বলেন, আটলান্টিক মহাসাগর দ্বারা নিয়ন্ত্রিত কৌশলগত গুরুত্ব এখন ভারত মহাসাগরের দিকে সরে আসছে। ফলে এই অঞ্চল আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত হচ্ছে।
এই প্রতিদ্বন্দ্বিতা প্রেক্ষাপটে ভারত নিজের সোভিয়েত যুগের অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন এবং প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের দিকে মনোনিবেশ করছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।