ময়লার ব্যাগে ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য উদ্ধার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩১, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ময়লার ব্যাগে ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য উদ্ধার

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫
ময়লার ব্যাগে ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য উদ্ধার

লন্ডন অফিস:

গ্রিসের থেসালোনিকির কাছে একটি ময়লার ব্যাগ থেকে প্রায় ২ হাজার বছরের পুরোনো একটি মার্বেলের ভাস্কর্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) পুলিশ এই তথ্য জানিয়েছে।

থেসালোনিকি শহরের নিকটবর্তী নয়ি ইপিভাতেস এলাকায় এক বাসিন্দা ৮০ সেন্টিমিটার লম্বা একটি মাথাবিহীন ভাস্কর্য একটি ময়লার ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখেন। তিনি এটি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে প্রত্নতাত্ত্বিকরা এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে বিশেষজ্ঞরা ভাস্কর্যটি হেলেনিস্টিক যুগের বলে চিহ্নিত করেছেন। এই যুগটি খ্রিস্টপূর্ব ৩২০ থেকে ৩০ সালের মধ্যে ছিল, যা আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর শিল্প ও সংস্কৃতির উত্থানের জন্য পরিচিত।

ভাস্কর্যটি এখন আরও বিশদ পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে এটি সংরক্ষণ ও গবেষণার জন্য স্থানীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। একটি ভাস্কর্য ময়লার ব্যাগে ফেলে দেওয়ার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

গ্রিসে এই ধরনের আকস্মিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার প্রায়ই ঘটে। দেশটি তার প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত। সাধারণত ভবন নির্মাণ বা জনপরিসরের কাজের সময় এসব প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়।

গত ডিসেম্বরে এথেন্সে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বসানোর সময় একটি ইটের খাঁচায় রোমান যুগের দেবতা হার্মেসের একটি মূর্তি পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।