চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে চীনের ডিপসিক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:১৩, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে চীনের ডিপসিক

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে চীনের ডিপসিক

সাউথ এশিয়া ডেস্ক:

চীনের নিজস্ব এআই মডেল ডিপসিক যুক্তরাষ্ট্রের অঞ্চলে ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে উঠে এসেছে। এর মাধ্যমে এটি পেছনে ফেলেছে আগের শীর্ষস্থানীয় এআই চ্যাটজিপিটিকেও। একইসঙ্গে এটি চীনের ফ্রি অ্যাপ তালিকায়ও শীর্ষ স্থান দখল করেছে। চায়না ডেইলির খবরে জানা গেলো এ তথ্য।

২০ জানুয়ারি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল, ডিপসিক-আর১ আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

আন্তর্জাতিক লার্জ মডেল লিডারবোর্ড এরিনা তাদের শুক্রবারের বেঞ্চমার্ক পরীক্ষায় ডিপসিক-আর১’কে সব ক্যাটাগরিতে রেখেছিল তৃতীয় অবস্থানে। স্টাইল কন্ট্রোল মডেল বিভাগে এটি ওপেন এআই-এর ০১-এর সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখল করে।

ডিপসিক এরই মধ্যে পশ্চিমা প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি হয়েছে বেশ কম খরচে।

পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে থাকলেও, ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে।

শুক্রবার মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা লুইজিয়ানাতে তাদের সর্বশেষ এআই মডেল, এললামা-৪ চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।