ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সামনে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, সোমবার (২৭ জানুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে এসব কথা বলেছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দুই নেতার ফোনালাপকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করে হোয়াইট হাউজ জানিয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতার আওতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধির পাশাপাশি ইন্দো প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তার বিষয়ে দুই নেতাই একমত হয়েছেন। আলাপকালে মার্কিন নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়ার বিষয়ে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, মোদির সঙ্গে অভিবাসন বিষয়ে তিনি কথা বলেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির কোনও এক সময় যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও জানান তিনি।
ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে বেশ উষ্ণ সম্পর্ক বজায় ছিল। তবে দ্বিতীয় মেয়াদের নির্বাচনি প্রচারণাকালে বাণিজ্যের বিষয়ে ভারতকে আগ্রাসী বলে অভিহিত করেন তিনি। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র বাণিজ্যিকভাবে অন্যায্যতার শিকার হচ্ছে বলে অভিযোগ করে ট্রাম্প বলেছেন, বাণিজ্য ঘাটতি হ্রাস করতে তিনি চড়া শুল্ক আরোপ করতে দ্বিধাবোধ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৩/২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের আর্থিক মূল্য ১১৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছিল। এই সময়ে ভারতের উদ্বৃত্ত ছিল ৩২ বিলিয়ন মার্কিন ডলার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।