প্লে অফে রাসেল, ওয়ার্নার, ডেভিডের খোঁজে রংপুর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৯, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্লে অফে রাসেল, ওয়ার্নার, ডেভিডের খোঁজে রংপুর

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
প্লে অফে রাসেল, ওয়ার্নার, ডেভিডের খোঁজে রংপুর

ডেস্ক রিপোর্ট:

আগের দিন অনুশীলনের রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছিলেন, বড় তারকা আনতে যাচ্ছেন তারা। যদিও নাম প্রকাশ করেননি তিনি। বুধবার দলের ম্যানেজারও নাম জানাননি। তবে টিম সূত্রে কিছুটা তথ্য মিলেছে। ক্যারিবিয়ান দুই তারকা আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ডেভিড ওয়ার্নারও আছেন রংপুরের রাডারে। শেষ পর্যন্ত কাকে দলে ভেড়াতে পারবে, সেটিই এখন দেখার!

রংপুরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ইতোমধ্যে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার, বিস্ফোরক ব্যাটার ডেভিড, ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল ও নারিনকে প্রস্তাব দিয়েছে। এছাড়া পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকেও প্রস্তাব পাঠানো হয়েছে।

ওয়ার্নার সম্প্রতি খেলেছেন সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে। রাসেল, নারিন ব্যস্ত আছেন আমিরাতের আইএল টোয়েন্টির আসরে। এই আসরে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন তারা। আবুধাবির লিগ পর্বের ম্যাচ আছে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দলটি প্লে অফে উঠলে রাসেল, নারিনকে আনার সুযোগ নেই রংপুরের। কারণ আইএল টি-টোয়েন্টির প্লে অফের খেলা হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ওইদিন শেষ হয়ে যাবে বিপিএল।

তবে ওয়ার্নার ও ডেভিডকে আনার সুযোগ আছে তাদের। বিগ ব্যাশ শেষ হয়ে যাওয়ায় দুজনেই এই মুহূর্তে অবসর সময় কাটাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।