ইন্টারন্যাশনাল ডেস্ক:
সিরিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাউন্ট হেরমনের দখল অনির্দিষ্টকালের জন্য ধরে রাখবে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মাউন্ট হেরমনে সেনাঘাঁটি পরিদর্শন শেষে কাতজ বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে ‘শত্রু’ বাহিনীর উপস্থিতি জোরালো হোক, সেটা কোনও ভাবেই মেনে নেবে না তেল আবিব।
আসাদ সরকার পতনের পর মাউন্ট হেরমনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমি দখল করে ইসরায়েল। সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত পর্বতটির তুষারাবৃত চূড়া থেকে দামেস্কের উপকণ্ঠ ও গোলান উপত্যকার ওপর নজরদারি করা যায়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই গোলান উপত্যকা দখল করে রেখেছে ইসরায়েল।
ইসরায়েলের দাবি, সিরিয়ার ভেতর জাতিসংঘের নির্ধারিত নিরপেক্ষ অঞ্চলে অবস্থান নিয়েছে তারা। অবশ্য কয়েকজন এর বাইরে টহল দিয়েছে।
এর আগে দেশটির কর্মকর্তারা দাবি করেছিলেন, ইসরায়েলি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত পরিসরে সাময়িক টহল চালিয়েছে সেনাবাহিনী।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।