বলিউডে পা রাখছেন সাইফপুত্র - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৯, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বলিউডে পা রাখছেন সাইফপুত্র

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
বলিউডে পা রাখছেন সাইফপুত্র

ডেস্ক রিপোর্ট:

বলিপাড়ার বহু স্টারকিড তার হাত ধরেই বলিউডের ঝলমলে দুনিয়ায় পা রেখেছেন। বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাইফ-অমৃতার পুত্র ইব্রাহিম।
২৮ জানুয়ারি ইব্রাহিম আলি খানের বেশকয়েকটি ছবি শেয়ার করেছেন করণ জোহর। সঙ্গে লেখেন ‘অমৃতা বা ডিঙ্গি, প্রিয়জনরা যেভাবেই তাকে ডাকতে পছন্দ করুক না কেন ,তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। তিনি ‘দুনিয়া’ নামে আমার বাবার সঙ্গে ধর্ম প্রডাকশনের একটি সিনেমা করেছিলেন। সেসময় ক্যামেরায় ধরা পড়া অমৃতার মাধুর্য, এনার্জি এবং সৌন্দর্যের কথা আমার স্পষ্ট মনে আছে।’

এরপর করণ লেখেন, ‘তবে আমার সবচেয়ে বেশি মনে আছে আমাদের প্রথম সাক্ষাতের ঠিক পরে অমৃতা এবং ওর হেয়ারস্টাইলিস্টের সঙ্গে সবচেয়ে উষ্ণ চাইনিজ ডিনার, তারপরে একটি জেমস বন্ড সিনেমা! আমার সঙ্গে দেখা হওয়ার দ্বিতীয় দিনেই উনি আমাকে আপন করে নিয়েছিলেন। আর এটাই ছিল তার অনুগ্রহের শক্তি। আর এটি তার সন্তানদের মধ্যেও রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।