“সংগঠনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্বশীলদের ভূমিকাই মুখ্য”

Daily Ajker Sylhet

editorbd

০৪ ফেব্রু ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ


“সংগঠনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্বশীলদের ভূমিকাই মুখ্য”

ইমাম দেলোয়ার হোসেন

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নর্থ জোনের উদ্যোগে অদ্য ২রা ফেব্রুয়ারি’২৫ মিশিগানের ইসলামিক সেন্টার অব ওয়ারেনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকে নিয়ে আয়োজিত এডুকেশন সেশনে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন উপরোক্ত কথা বলেন। দিনব্যাপী আয়োজিত এডুকেশন সেশনে নর্থ জোনের সভাপতি জনাব নেছার উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি “দ্বীনি সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” এ বিষয়ে আলোচনা রাখতে গিয়ে তিনি আরো বলেন , “দায়িত্বশীল হচ্ছেন-সংগঠনের মূল চালিকাশক্তি, আদর্শের বাস্তব প্রতিচ্ছবি, সংগঠনের গতিশীলতার অগ্রপথিক, জনশক্তির অনুপ্রেরণার উৎস।” “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে” –হাদিসের উদ্ধৃতি দিয়ে সবাইকে পরকালীন জবাবদিহিতার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান।

এডুকেশন সেশনে “একটি আদর্শ চ্যাপ্টার বা সাব চ্যাপ্টার সম্প্রসারণে করনীয়” এ বিষয়ের উপরে আলোচনা রাখেন জোন সভাপতি জনাব নেছার উদ্দিন। এছাড়া দারসুল কুরআন পরিবেশন করেন সংগঠনের শুরা সদস্য মাওলানা রফিকুল ইসলাম, আলোচনা রাখেন ন্যাশনাল দায়িত্বশীল যথাক্রমে মাওলানা খাইরুল হাসান রফিক ও জনাব অলিউর রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন, সর্বজনাব মাওলানা আব্দুল লতিফ আজম, কোরবান সানি চৌধুরী, হাবিবুর রহমান, সাহেদুল ইসলাম, তৈয়ব আল বারী, আহমদ খালেদ হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।