‘ফিলিস্তিন বিক্রির জন্য নয়’: বিক্ষোভকারীদের প্রতিবাদ

Daily Ajker Sylhet

editorbd

০৫ ফেব্রু ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ


‘ফিলিস্তিন বিক্রির জন্য নয়’: বিক্ষোভকারীদের প্রতিবাদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই সময় তখন হোয়াইট হাউজের বাইরে শত শত বিক্ষোভকারী চিৎকার করে জানিয়ে দেন- ‘ফিলিস্তিন বিক্রির জন্য নয়।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে শত শত মানুষ সমবেত হয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

প্রতিবাদকারীরা ‘ফিলিস্তিন মুক্ত কর’ স্লোগান দিতে থাকেন এবং ইসরায়েলের বর্বরতার নিন্দা জানান। এ সময় তাদেরকে ঘিরে নিরাপত্তা বাহিনী কড়া প্রহরায় ছিল।

বিক্ষোভে অংশ নেওয়া মানবাধিকার কর্মী মাইকেল শিরৎজার বলেন, আমেরিকানরা চান না যে তাদের ট্যাক্সের টাকা ফিলিস্তিনিদের হত্যা করতে ব্যবহৃত হোক। তিনি ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনাকে ‘উন্মাদনা’ বলে অভিহিত করেন।

আল জাজিরাকে তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা কোথাও যাবে না। তারা সেই ভূমির আদিবাসী জনগোষ্ঠী।’

‘কোন দেশের জনগণকে উচ্ছেদ করার চিন্তা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন’, বলেও উল্লেখ করেন শিরৎজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।