ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইইউ

Daily Ajker Sylhet

editorbd

১১ ফেব্রু ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ


ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইইউ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘কঠোর ও সামঞ্জস্যপূর্ণ প্রতিকারমূলক ব্যবস্থা’ নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার রাতে এক ঘোষণার মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, তিনি সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক বাড়াচ্ছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, এই শুল্ক আগামী ৪ মার্চ থেকে কার্যকর হবে।

ভন ডার লেইন এক বিবৃতিতে বলেছেন, তিনি মার্কিন সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করছেন এবং উল্লেখ করেছেন যে, শুল্ক মানেই কর, যা ব্যবসার জন্য খারাপ এবং ভোক্তাদের জন্য আরও ক্ষতিকর। গত এক দশকে যুক্তরাষ্ট্রে ইইউ’র স্টিল রপ্তানি গড়ে প্রায় ৩.১০ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

তিনি বলেন, ‘ইইউ-এর বিরুদ্ধে অন্যায়ভাবে আরোপিত শুল্ক কোনোভাবেই উপেক্ষিত হবে না। এর বিরুদ্ধে কঠোর ও যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইইউ তার স্বার্থ রক্ষায় এ ব্যবস্থা নেবে।’

তবে ইইউ কী ধরনের প্রতিক্রিয়া জানাবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। একটি সম্ভাব্য বিকল্প হতে পারে ২০১৮ সালে ইইউ যে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল, তা পুনরায় কার্যকর করা। অবশ্য পরবর্তীতে ভন ডার লেইন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে হওয়া সমঝোতার ফলে স্থগিত করা হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।