ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৫, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

রুনা খান, একজন মডেল ও অভিনেত্রী। তবে তার আরেকটি পরিচয়, তিনি পরিবারের বড় সন্তান! তাই পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছেন নিজের শতভাগ উজাড় করে দিয়ে। আর তাইতো তার পুরষ্কারও পেলেন তিনি।

Manual3 Ad Code

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রুনা খান তার ভাইয়ের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। নিজের ছোট ভাই তুহিনের উদারতার উদাহরণ টেনে, দিয়েছেন লম্বা পোস্ট।

Manual7 Ad Code

পোস্টে তিনি লিখেছেন, ‘তুহিন খান, বয়সে আমার দেড় বছরের ছোট,কিন্তু পড়াশুনায় ৫ বছর পেছনে…। আম্মা-আব্বু আমাকে ৫ বছর বয়সে প্রাইমারী স্কুলে সরাসরি ক্লাস টু তে ভর্তি করেন।

আর তাকে ৫ বছরে প্লে-গ্রুপে. কিন্ডার-গার্ডেনে, ক্লাস টু উঠতে উঠতে তার বয়স ১০ বছর। আব্বু ১৯৯৮ সালে বিএডিসি থেকে গোল্ডেন-হ্যান্ডশেকে রিটায়ার করেন। আমি এসএসসি পাশ করেছি মাত্র,তুহিন ক্লাস সেভেনে পড়ে।

Manual7 Ad Code

সরকারি সৎ চাকুরীজীবীর ছোট্ট মহাসুখী পরিবার,অঢেল প্রাচুর্য নেই তবে আর্থিক সংকট কি জিনিষ তাও জীবনে কখনো দেখিনি। আব্বুর বেতনের টাকায় মহাসুখে খেয়ে-দেয়ে দুই ঈদে নতুন জামা-জুতো পরে কেটেছে আমাদের দুই ভাইবোনের জীবন।

আমি এইচএসসি পাশ করার পর জানতে পারলাম আব্বুর রিটায়ারমেন্টের সব টাকা শেষ। আব্বুর চোখে রেটিনা সমস্যা, তিনি দেখতে পান না ঠিক মতো। কোনও কাজ বা রোজগার তিনি আর করতে পারবেন না!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code