হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসন্তোষ
১৬ ফেব্রু ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র অফিস:
ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ফেডারেল এজেন্সিতে প্রভাব বাড়ানোর সঙ্গে সঙ্গে হোয়াইট হাউজের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে অসন্তোষ বাড়ছে। চার সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু শীর্ষ সহকারী মাস্কের দলের পক্ষ থেকে আরও সমন্বয় চাইছেন। কারণ তিনি যুক্তরাষ্ট্র সরকারের কর্মীসংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনছেন।
ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি উইলস ও তার দল কখনও কখনও নিজেদের আলোচনার বাইরে রাখতে বাধ্য হচ্ছেন। কারণ মাস্কের তথাকথিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাই করার পাশাপাশি সংবেদনশীল ডেটা অ্যাক্সেস করছে এবং সরকারি কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। এক সূত্র জানিয়েছে, উইলস ও তার কিছু শীর্ষ সহকারী সম্প্রতি মাস্কের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।
মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাস্ক নিজেকে, তার ঘনিষ্ঠ ডোজ কর্মীদের এবং ট্রাম্পের মধ্যে সমন্বয় থাকার কথা জানান। তবে হোয়াইট হাউজের কিছু কর্মকর্তার সঙ্গে উত্তেজনা ট্রাম্পের জন্য সম্ভাব্য সমস্যা তৈরি করতে পারে। কারণ তিনি তার মূল দল ও মাস্কের ডোজ কর্মীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। ডোজ কর্মীরা কংগ্রেসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে এবং একের পর এক মামলার মুখোমুখি হয়ে ফেডারেল এজেন্সিগুলোতে ব্যাপক পুনর্গঠন করছে।
সূত্রটি জানিয়েছে, সম্প্রতি আলোচনায় উইলস ও তার দল মাস্ককে একটি বার্তা দিয়েছেন: আমাদের এই সবকিছু জানানো দরকার। আমাদের আলোচনায় রাখতে হবে।
রয়টার্স এই আলোচনার সঠিক তারিখ বা মাস্কের কোনও পরিবর্তন সম্পর্কে জানতে পারেনি। সূত্রটি আরও জানিয়েছে, ট্রাম্প নিজে দাতা ও অন্যান্যদের কাছে মাস্ক সম্পর্কে ইতিবাচক কথা বলছেন।