মালয়েশিয়ায় রোজা শুরু রোববার

Daily Ajker Sylhet

banglanewsus.com

২৮ ফেব্রু ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ


মালয়েশিয়ায় রোজা শুরু রোববার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালয়েশিয়ায় রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটি আনুষ্ঠনিকভাবে এই ঘোষণা দিয়েছে।

এদিকে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এর আগে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন। তাই ২৮ ফেব্রুয়ারি হতে যাচ্ছে সাবান মাসের শেষ দিন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়াহ আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন।

ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলো মধ্যে একটি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখা শুরু হবে। পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।