চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ-এর দুই সদস্য”র আহবায়ক কমিটি
০১ মার্চ ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
২৫শে ফেব্রুয়ারী ২০২৫,মংগলবার সন্ধ্যা ৭ টায়।খবর বাপসনিউজ ।যুক্তরাস্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসেরস নিরব রেস্টুরেন্টে । কামাল উদ্দীন ও হুমায়ন কবিরের দুই পর্বে সভাপতিত্বে এবং কবির হোসেনের সঞ্চালনায় চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ এর দুই সদস্য”র আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুস্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -লিয়াকত হোসেন মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
হাজী আনোয়ার হোসেন লিটন,মোঃহেলাল উদ্দিন,নুর আলম সেলিম,মোহাম্মেদ আলী,গোলাম কবির শিপন,বারাকাত শিউল,মোঃফারুক,নোমান সিদ্দীকি ।
প্রধান বক্তা ছিলেন-
মাঈন উদ্দিন নটু।প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন শরিফ হোসেন নিরব ও হুমায়ন বাংগালী।
উক্ত অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন-যুক্তরাস্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চাটখিল পৌরসভার ব্যাক্তিবর্গ এর মাঝে বাহার ,শওকত আকবর,সরাজ ইসলাম,শফিকুল ইসলাম,শিহাব বিন ওয়াছেক,আসিফ মাহবুব,রাশেদ আলম,শাহাদাত হোসেন টিটু,শাহাদাত হোসেন সুজন,মামুন,শামছুর রহমান,মিলন,আবু তাহের,রাজিব হোসেন,শাহরিয়ার হিমেল,মহসিন,নুরুল হুদা পিন্টু,মাহবুব আলম,আবদুর রহিম,নুর জালাল,ইসমাইল হোসেন পলাশ,নুর হোসেন মিঠু,মো নাঈম,আব্দুল কুদ্দুস বাবু,মো:আল-আমিন,সন্জয় শীল,সবুজ হোসেন,আবদুর রহমান,ওমর ফারুক শরীফ,
আরিফ হোসেন,আমিন উল্লাহ,আবু বক্কার সিদ্দিক,ইব্রাহিম খলিল,নুর হোসাইন,সজীব আহমেদ,লিটন চৌধুরী,শামীম হোসেন,কিরন,মো জাবেদ,রবিউল হাসান সৈকত,বাদশা ফাহাদ,মোহাম্মাদ, কাকন,সজীব,মিশু,রিয়াদ হোসেন,রফিকুল ইসলাম,ইয়াছিন আরাফাত রাফি,জহিরুল ইসলাম, সোহাগ,জামসেদ মজুমদার,হাছান আহম্মেদ,মোহাম্মদ রবিন,মোহাম্মদ ইয়াছিন,রমযান আলি রাশেদ,রবিউল হোসেন রাসেল,ফাহাদ,আমিন উল্যাহ,সাইফুল ইসলাম,সজীব,বিপ্লব,তারেক,জুয়েল,পিয়াল,হাসান,আরিফ হোসেন,নাঈম,ফয়সাল,সৈকত,ফারুক,নিশাদ,জাহিদ,মুরাদ,জর্জ,সাব্বির,
আবদুর রহমান,জাহিদ,তৌহিদ সহ চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার অনেক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সকলের উপস্থিতিতে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ এর দুই সদস্য”র আহবায়ক কমিটি ঘোষনা করেন-হুমায়ন কবির,লিয়াকত হোসেন মামুন,আনোয়ার হোসেন লিটন
এবং মাঈন উদ্দিন নটু।নব মনোনীত
আহবায়ক-হেলাল উদ্দিন ও সদস্য সচিব শরিফ হোসেন নিরব বলেন-আগামী কিছু দিনের মধ্যে আহবায়ক কমিটিরছবিসহ তালিকা প্রকাশ করা হবে।নব মনোনীত দুই সদস্য”র আহবায়ক কমিটি পবিত্র রমযান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে সোসাইটির কার্যক্রম শুরু করবেন।আপ্যায়ন শেষে হুমায়ন কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।