স্থগিত হওয়া দুই ইফতার মাহফিলের তারিখ জানাল বিএনপি

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৯ মার্চ ২০২৫, ০১:৪৪ অপরাহ্ণ


স্থগিত হওয়া দুই ইফতার মাহফিলের তারিখ জানাল বিএনপি

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক দলের সম্মানে ১৯ মার্চ ইফতারের আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করেছে দলটি।

রোববার (৯ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রাজনৈতিক দলের সম্মানে ওই ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজনীতিকদের সম্মানে আজ (৯ মার্চ) ইফতার আয়োজন করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করে নতুন তারিখ ঠিক করা হয়েছে। রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।