ট্রাম্প-পুতিন ফোনালাপ চলল দেড় ঘণ্টা

Daily Ajker Sylhet

banglanewsus.com

১৮ মার্চ ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ


ট্রাম্প-পুতিন ফোনালাপ চলল দেড় ঘণ্টা

অনলাইন ডেস্ক:

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ শেষ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ফোনালাপটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়েছে। তবে এই কথোপকথনের নির্দিষ্ট সময় বা আলোচনার বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি।

এর আগে আজ মঙ্গলবার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো একটি এক্স পোস্টে জানান, ফোনালাপটি সকাল ১০টায় (ওয়াশিংটন সময়) শুরু হয়। বাংলাদেশের সময় অনুযায়ী তখন মঙ্গলবার রাত ৮টা।

স্ক্যাভিনো লিখেছেন, ‘এই মুহূর্তে—প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিস থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন। সকাল ১০টা থেকে তাঁদের আলোচনা চলছে। কথোপকথন ইতিবাচকভাবে এগোচ্ছে এবং এখনো চলমান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।