দুর্নীতিগ্রস্ত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চান ডনাল্ড ট্রাম্প
২২ মার্চ ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : দেশের দুর্নীতিগ্রস্ত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ দিয়েছেন বলে জানান এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। বৃহস্পতিবার ফক্স নিউযকে একথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আইনগতভাবেই এডুকেশন ডিপার্টমেন্টের বরাদ্দ স্টেইট পর্যায়ে বণ্টন করতে চান বলেও জানান ম্যাকম্যান। এদিকে, ডিপার্টমেন্টটি বিলুপ্তির নির্দেশে শিক্ষাঋণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমসহ অন্যান্য কর্মসূচী হুমকিতে পড়েছে বলে জানান সাবেক এডুকেশন সেক্রেটারি আর্নে ডানকান।
দেশের দুর্নীতিগ্রস্থ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুগান্তকারী আদেশ দিয়েছেন বলে দাবি করেন এযুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। ওয়াশিংটন থেকে পরিচালিত এযুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে দেশের বেশিরভাগ শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্টেইট পরিচালিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।
এডুকেশন ডিপার্টমেন্ট দেশের শিক্ষার্থীদের চাহিদা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে ম্যাকম্যান বলেন, অকার্যকর এযুকেশন ডিপার্টমেন্টকে ট্রিলিয়ান ডলার বরাদ্দ দিলেও শিক্ষার্থীদের ফলাফলে তার কোন ইতিবাচক প্রভাব দেখা যায় নি। প্রেসিডেন্ট ট্রাম্প আইনগতভাবেই এযুকেশন ডিপার্টমেন্টের বরাদ্দ স্টেইট পর্যায়ে বন্টন করতে চান বলেও জানান তিনি।
এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে কংগ্রেস সদস্যরাও ইতিবাচক সাড়া দিবেন বলে আশা করেন লিন্ডা ম্যাকম্যান। এছাড়া, ট্রাম্পের নির্বাহী আদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য সহ শিক্ষা কার্যক্রমে বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার আশংকা উড়িয়ে দেন এযুকেশন সেক্রেটারি।
এদিকে, ট্রাম্পের নির্বাহী আদেশে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ হবে না বলে জানান সাবেক এযুকেশন সেক্রেটারি আর্নে ডানকান। কংগ্রেসের আইন প্রণয়ন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ডিপার্টমেন্টটি বন্ধ করতে না পারলেও অনেক বড় ক্ষতি করে ফেলেছেন বলে মন্তব্য করেন তিনি। নির্বাহই আদেশে সই করার সময় শিক্ষার্থী ঋণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমসহ অন্যান্য কর্মসুচী বন্ধ হবে না বলে জানান ডনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্টের এসব আশ্বাসে বিশ্বাস না করেন না বলে জানান ডানকান। বলেন, ডিপার্টমেন্টটি বিলুপ্তের নির্দেশে এসব কার্যক্রমও হুমকিতে পড়েছে।
এদিকে, এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্তির নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের শিক্ষাখাত থেকে ফেডারেল দায়িত্ব প্রত্যাহার করে নেয়ার মতো ভয়াবহ পথে হাঁটছেন বলে অভিযোগ করেন অ্যামেরিকান ফেডারেশন অব টিচার্স’র প্রেসিডেন্ট র্যান্ডি ওয়েইনগার্টেন। এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধে লাইব্রেরি ব্যবস্থাপনা, প্রকাশনা এবং অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে যাবে বলে বলেও আশংকা জানান ওয়েইনগার্টেন।