অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক

Daily Ajker Sylhet

banglanewsus.com

২৫ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ


অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক

সিলেট প্রতিনিধি :

সিলেট নগরের সুরমা নদীর পাড়ে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম বদল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর নামের পার্কটির নতুন নাম এখন ‘এম সাইফুর রহমান শিশুপার্ক। সূত্রে জানা যায়, পার্কটি বিগত বিএনপি সরকারের আমলে ‘এম সাইফুর রহমান শিশুপার্ক নামে ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পর তা নাম পরিবর্তন করে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ইং) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ অনুমোদন দেয়া হলো।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর সিলেট নগরীর দক্ষিণ সুরমায় এলাকায় সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নির্মাণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।