ভারতে বাংলাদেশী তরুণী হত্যা লাশ ফেরত চায় পরিবার

Daily Ajker Sylhet

newsup

১১ এপ্রি ২০২৫, ০১:৩৬ অপরাহ্ণ


ডেস্ক রিপোর্ট

ভারতের মুম্বাই জেলার কাশ্মীর থানাধীন বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করা বাংলাদেশী এক তরুণী কর্মস্থলে যাতায়াতের পথে সন্ত্রাসীদের আক্রমনে নিহত হয়েছেন । আর সেই এক মাত্র মেয়ের লাশ দেশে আনার জন্য তার মা ফাতেমা আক্তার সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।
জানা যায় নিহত নাসরিন আক্তারের পিতা- আজাদ হোসেন, মাতা- ফাতেমা বেগম, ৩৪, দেবেন্দ্র নাথ দাস লেন, ডাকঘর- ঢাকা সদর প্রধান-১১০০, থানা- সূত্রাপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা বাসিন্দা। সে ২০২৩ সালে ভারতে যায় এবং মুম্বাই জেলার কাশ্মীর থানাধীন কোন এক বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন।

কর্মস্থলে যাতায়াতের একপর্যায়ে সন্ত্রাসীদের আক্রমনে গত ৩০ মার্চ ২০২৫ নিহত হন। এ খবর Mumbai Mira Road News এর মাধ্যমে নাসরিনের পরিবার নিশ্চিত হয়। নাসরিন আক্তার এর মৃতদেহ বাংলাদেশে এনে তার দাফন কাপন করতে করার জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ ফেরত চেয়েছেন । ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।