বিপ্লব নয় জুলাইতে গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে- সালাহ উদ্দিন আহমেদ

Daily Ajker Sylhet

newsup

১৩ এপ্রি ২০২৫, ০১:৫৫ অপরাহ্ণ


বিপ্লব নয় জুলাইতে গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে- সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা অফিস

গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে, জুলাই কোন সামাজিক অর্থনৈতিক বিপ্লব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলায়তনে ভাসানী অনুসারী পরিষদকে ভাসানী জনশক্তি পার্টিতে রূপান্তর করা জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ফেসবুক এখন সবকিছুর সমান্তরাল হয়ে গেছে। ফেসবুকে অনেক কিছু দেখতে পাই। গণতন্ত্রের কথা বলে উল্টো পথে চলবেন নির্বাচনের কথা বলে ধোয়াশার তৈরি করবেন তা হতে পারে না।

তিনি বলেন, আমরা যখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলি তখন তারা বলেন তারা জনগণ দ্বারা নির্বাচিত। যারা জুলাইকে বিপ্লব বলেন তাদেরকে বলতে চাই গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে এটা কোন সামাজিক অর্থনৈতিক বিপ্লব নয়।

কবি চিন্তক ফরহাদ মজহার, মৎস্য উপদেষ্টা ফরিদা আখতারের সমালোচনা করে তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে মাফিয়া আসে। কাদের সুবিধা জন্য এসব বলা হচ্ছে এবং ছড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে সেটা সবাইকে বুঝতে হবে। ঘরপোড়া গরু সিন্দুর দেখলেই ভয় পায় এটাই অশনিসংকেত।

ওয়ান ইলাভেনের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের মনে নেই দুই বছর তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল সেটা সম্ভব হয় নাই।

বর্তমান সরকার এক জায়গায় স্থির থাকতে পারেন না কেন জানতে চান এবং বলেন,
আপনাদের সকল প্রস্তুতি ছিল ডিসেম্বর মধ্যে নির্বাচন তাহলে এখন কেন সেটা করছেন না।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাশেদ প্রধান।

সম্মেলন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোস্তফা হায়দার।

প্রতিনিধি সম্মেলনে রফিকুল ইসলাম বাবলুকে চেয়ারম্যান ও ড মো. আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।