ইরানের হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: পম্পেও
১৪ এপ্রি ২০২৫, ০২:১০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : সাবেক স্টেইট সেক্রেটারি মাইক পম্পেও ফক্স নিউজকে বলেন, ইরানের হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পারমাণবিক কর্মসূচি নিয়ে অ্যামেরিকার অবস্থানের পরিপ্রেক্ষিতে ইরানের দেওয়া হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন সাবেক সেক্রেটারি অব স্টেইট মাইক পম্পেও। ফক্স নিউযকে তিনি বলেন, ইরান যে হুমকি দিয়েছে, সেটি বাস্তব এবং অ্যামেরিকার জন্য ঝুঁকিপূর্ণ। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ জোরদারের পরিপ্রেক্ষিতে বিশ্ব নিরাপত্তার স্বার্থে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইরানকে আবারও সর্বোচ্চ চাপের মুখে ফেলার কথা বলার পর থেকে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও শনিবার ওমানে অ্যামেরিকা ও ইরানের শীর্ষ প্রতিনিধিরা দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসে। এ আলোচনার আগেই ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা জানানো হয়েছে। অ্যামেরিকা ও ইযরায়েল যদি ক্রমাগত যুদ্ধের হুমকি দেয়, তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা আইএইএর পরিদর্শকদের বহিষ্কার করার হুমকি দেয় দেশটি। এমন বাস্তবতায় সাবেক স্টেইট সেক্রেটারি মাইক পম্পেও ফক্স নিউজকে বলেন, ইরানের হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক উপদেষ্টা আলি শামখানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অব্যাহতভাবে বাইরের হুমকি ও সামরিক হামলার ঝুঁকিতে থাকলে ইরান থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করে সংস্থাটিকে সহযোগিতা করা বন্ধ করে দেওয়া হতে পারে। মাইক পম্পেও সতর্ক করে বলেন, ইরানের এ হুমকি অ্যামেরিকার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য চাপ প্রয়োগ করলেও এর বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এরই মধ্যে স্পষ্ট করেছেন, তার প্রশাসন ইরানের ভূখণ্ডে পরমাণু অস্ত্র রাখার অনুমতি দেবে না। ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে শনিবার ট্রাম্প বলেন, তিনি চান ইরান উন্নতি করুক তবে তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। এদিকে সাবেক ফোরস্টার জেনারেল জেইক কিন ফক্স নিউজকে বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনো প্রতিশ্রুতি দেবে বলে তিনি মনে করেন না।
Desk: K