কানাডা ‘নিজের শর্তেই’ ট্রাম্পকে মোকাবিলা করবে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১১, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কানাডা ‘নিজের শর্তেই’ ট্রাম্পকে মোকাবিলা করবে

newsuk
প্রকাশিত মে ৩, ২০২৫
কানাডা ‘নিজের শর্তেই’ ট্রাম্পকে মোকাবিলা করবে

ডেস্ক রিপোর্ট : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান প্রাপ্য এবং তারা কেবল নিজেদের শর্তেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনায় যাবে। বিবিসিকে তিনি বলেছেন, কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে যখন ‘কোন সিরিয়াস আলোচনা হবে’ তখনি তিনি কেবল ওয়াশিংটন সফর করবেন।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নির্বাচনের ফলাফলের পর মার্ক কার্নি ও ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন এবং নিকট ভবিষ্যতে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন। “নেতারা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে পারস্পারিক উন্নতির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে,” এক বিবৃতিতে বলা হয়েছে।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।