চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম, চটেন পুলিশের ওপরও – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫০, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম, চটেন পুলিশের ওপরও

newsup
প্রকাশিত মে ৫, ২০২৫
চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম, চটেন পুলিশের ওপরও

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে আনা হলে তিনি আদালতে চিৎকার-চেঁচামেচিতে জড়ান, চটেন পুলিশের ওপরও।
সোমবার (৫ মে) তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।

Manual7 Ad Code

এদিন সকালে হাজী সেলিমকে আদালতের এজলাসে হাজির করে পুলিশ। এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। পত্রিকার পৃষ্ঠাটি এক পুলিশ সদস্য নিতে গেলে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন তিনি। এক পর্যায়ে আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন সাবেক এই এমপি। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে গ্রেফতার দেখান আদালত।

Manual6 Ad Code

এজলাস থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময়ও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। এ সময় তার মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code