মোহাম্মদ লিয়াকত হোসেন : এক ভরসার নাম – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:১৬, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মোহাম্মদ লিয়াকত হোসেন : এক ভরসার নাম

newsup
প্রকাশিত মে ১৪, ২০২৫

সাইফুল আলম রুহেল

আমরা আজ যার কথা লিখছি তিনি মিশিগানের হেমট্রামিক সিটির একজন সুপরিচিত ব‍্যকতি । যিনি একজন সামাজিক ব্যক্তিত্ব বটে । শহরের ক্লিংগার স্ট্রীটের কর্ণারে নিউ শাহজালাল গ্রোসারির মাধ‍্যমে নিজেকে নিয়োজিত রেখেছেন মানবতার সেবায় । ছোট্ট পরিসরের একটি গ্রোসারি শপ দিয়ে নিজের ব‍্যবসা পরিচালনার পাশাপাশি শহরের সাধারন মানুষকে সেবা দিয়ে হেমট্রামিক বাসীর প্রিয় একজন মানুষে পরিণত হয়েছেন । প্রবাসে বেশ কয়েকবছর কাটিয়ে বিভিন্ন পেশার পর শেষ পর্যন্ত কম খরচে নগদে বাকিতে পণ্য সামগ্রী বেচাকেনা করে মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন । যেন লিয়াকত নাম যেন এক ভরসার নাম । ঢাকার বিক্রমপুরের এক সমভ্রানত পরিবারের যুবক লিয়াকত আজীবন মানুষের সুবিধা অসুবিধায় সহযোগী হতে চান । মানুষের প্রয়োজনে হোম ডেলিভারি সহ কম খরচে পণ‍্য সামগ্রী বিক্রী করে তিনি পরিতৃপ্ত। জনৈক ক্রেতা বলেন, একজন অলির নামে করা এই দোকান টি যদি সুন্দর করে সাজানো গোছানো করা যেত তাহলে এতে আরো ভালো ব‍্যবসা হতে পারতো। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।