শিউলী আক্তার সিলেট ডেস্ক:
আজ বৃহস্পতিবার ( ২২ মে ) মেডিকেল, বাগবারি পয়েন্ট তকদির পয়েন্ট থেকে অটোরিকশা দরে নিচ্ছে এবং তাদের হাতে দরিয়ে দিচ্ছে চালান।
চালান হাতে নিয়ে রিকশার ড্রাইভার বলছে এ কেমন বিচার এখানেও তো রিকশা ধরার কথা নয় তারা পয়েন্ট থেকে অনেক দূরে পেসেন্জার লামানো হয় তার পর সেখান থেকে অটোরিকশা ধরে নেওয়া হচ্ছে।

অটোরিকশা ড্রাইভার বলছে আমরা মেইন রোডে যাই না যেগুলাতে অটোরিকশা নিয়ে চালানোর যায়গায় সে দিকে চালায় তার পর চালান পায়

আরাল থেকে লুকিয়ে দেখছে পুলিশ আন্দলোন দেখে পুলিশ সেখান থেকে সরিয়ে গেলো অটোরিকশার ড্রাইভারের হাতে চালানের কাগজ মাথার উপর নিয়ে দেখানো হচ্ছে আর ড্রাইভার বলছে ঝুলুম করছে পুলিশ।
ডেস্ক: এস
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।