আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৩৫, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

newsup
প্রকাশিত জুন ৫, ২০২৫
আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

সুব্রত চৌধুরী :

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ( ১৮ জুন )বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও স্টকটন বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে বিএএসির নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে সিটির ১৩২ ,নর্থ ফ্লোরিডা এভিনিউতে বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্কের সার্বিক সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট এলাইড সার্টিফিকেট প্রদান, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, নো ভিসা রিকোয়ার্ড সীলসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক মোঃ সোহেল আহমদ প্রবাসী বাংলাদেশিদেরকে ভ্রাম্যমান কনস্যুলেটের সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।