কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাই ফিতনা থেকে রক্ষার মূল উপায়: মারুফ আহমদ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:১৭, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাই ফিতনা থেকে রক্ষার মূল উপায়: মারুফ আহমদ

newsup
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫
কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাই ফিতনা থেকে রক্ষার মূল উপায়: মারুফ আহমদ

Manual3 Ad Code

সিলেট অফিস

Manual6 Ad Code

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন,আমরা এমন এক সময়ে বসবাস করছি, যাকে রাসূলুল্লাহ (সা:) ফিতনার যুগ বলে বর্ণনা করেছেন। এমন এক সময়, যখন সত্য-মিথ্যা এক হয়ে যাচ্ছে,হালাল-হারাম মিশে যাচ্ছে, আর মানুষ ঈমান ও দ্বীনের প্রতি উদাসীন হয়ে পড়েছে । কুরআনে আল্লাহ তায়ালা বলেনঃ তাদের ফিতনা হত্যা থেকেও গুরুতর।অর্থাৎ, ফিতনা এমন একটি জিনিস যা মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে দেয়, মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়।আজকের যুগে ফিতনা সর্বত্র ছড়িয়ে পড়েছে। যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা ও গুনাহের প্রসার।মুসলমানদের মাঝে বিভাজন, দলাদলি, হিংসা-বিদ্বেষ।হারামকে হালাল মনে করা, সুদে জড়িয়ে পড়া।যুবসমাজের মধ্যে নামাজ, পর্দা ও নৈতিকতার প্রতি অবহেলা।মিথ্যা তথ্য, ইসলামবিরোধী প্রচার ও ভ্রান্ত মতবাদ। রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ মানুষের উপর এমন সময় আসবে, যখন কেউ তার দ্বীন আঁকড়ে ধরবে যেন আগুনের অঙ্গার হাতে ধরে রাখছে। তিনি আর বলেন ,বর্তমান যুগের ফিতনা থেকে বাচতে হলে নামাজ ও আল্লাহর স্মরণে অটল থাকা নামাজ হলো ঈমানের প্রতীক।কুরআন ও হাদীসের সাথে সম্পর্ক দৃঢ় করা।আজকের যুগে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাই ফিতনা থেকে রক্ষার মূল উপায়। তালামীযে ইসলামিয়া ছাত্র সমাজের মধ্যে ফিতনা থেকে ঈমান রক্ষার জন্য কাজ চালিয়ে থাকে ।

বৃহস্পতিবার (‎৯ অক্টোবর) বাদ জোহর নগরীর বালুচরস্থ সাজ্জাদুর রহমান রহ. ইবতেদায়ী মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ৩৬নং ওয়ার্ড শাখা আয়োজিত ” ফিতনা ও বিভ্রান্তির যুগে ঈমান রক্ষায় করণীয় ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।

Manual3 Ad Code

‎৩৬নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৩৬নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল বাছিত, মহানগরীর সদস্য নাঈম আহমদ

Manual8 Ad Code

‎এসময় আরো উপস্থিত ছিলেন ৩৬নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ শাহী,সহ সংগঠনিক আব্দুল ওয়াদুদ ইমরান, প্রচার সম্পাদক তানজিম আহমদ সোহান, অর্থ সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক শাহান আহমদ, সহ অফিস সম্পাদক ইমন আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য জিহাদ আহমদ,মাহিন আহমদ,ফরহাদ আহমদ,ইমরান মিয়া,ইনাম আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code