ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রোববার নিউইয়র্কে ব্রুকলিনের পিএস ১৭৯ কেনসিংটনে নোয়াখালী সোসাইটির প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনায় এবং অসুস্থদের রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। মাহফিল উপলক্ষে শিক্ষার্থীদের ক্বিরাত, নাশিদ এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৬০জন শিক্ষার্থী। বিকাল ৪টা থেকে শুরু হওয়া প্রতিযোগীতায় বিচারকার্য পরিচালনা করেন ইকবাল হোসেন জীবন ও মাওলানা আশরাফ। তিনটি বিষয়ে দুই বিভাগে মোট ১৮ শিক্ষার্থীতে ১ম, ২য়, ৩য় ক্রমে পুরস্কৃত করা হয়। অপর সকল শিক্ষার্থীদের হাতে অংশগ্রহণের স্মারক সনদপত্র তুলে দেয়া হয়।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন বর্তমান সেক্রেটারি ইউসুফ জসিম, নবনির্বাচিত সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্ট ও নবনির্বাচিত ধর্মবিষয়ক সম্পাদক মানজুরুল করিম। মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মীর্জা আবু জাফর বেগ। আরো তাফসির পেশ করেন মাওলানা মুফতি আব্দুল মালেক আল মাদানী, মাওলানা ইমাম জাকারিয়া মাহমুদ, ড. আনসারুল করিম আজাহারি, মুফতি ইসমাইল, মাওলানা ইমাম মানজুরুল করিম, মাওলানা ইমাম আশরাফ, মাওলানা আতাউর রহমান জালালাবাদী। পবিত্র কুরআনের আয়াত থেকে উদ্ধৃত করে ইমাম ও খতিব মীর্জা আবু জাফর বেগ বলেন, আমাদের পূর্বের জীবনের তুলনায় ভবিষ্যৎ আরো উজ্জ্বল। এজন্য একটি কাজ করতে হবে- নিরাশ হওয়া যাবেনা। আল্লাহ সুবহানাহুতায়ালা বলেছেন তোমরা নিরাশ হইওনা। দুনিয়ায় কিছুনা কিছু ভালো কাজ রেখে যাবেন যার সুফল আখেরাতে পাবেন।
তিনি বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইসলামের জন্য মুসলমানদের জন্য কাজ করছে। কবরস্থান প্রকল্প এর অন্যতম উদাহরণ। এজন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে তিনি বৃহত্তর নোয়াখালী সোসাইটির সদ্য প্রয়াত সাবেক সেক্রেটারি বেলাল হোসাইন (বিএনএস বেলাল) সহ সকল প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত এবং বর্তমানে অসুস্থ এসএম আমানত, আবুল কাসেম এবং মাষ্টার ইলিয়াসসহ সকল অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করেন। মাহফিলের মাঝামাঝি পর্যায়ে বর্তমান সেক্রেটারি ইউসুফ জসিম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৯) সকল কর্মকর্তাকে পরিচয় করিয়ে দেন। এপর্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু, সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্ট, সহ-সভাপতি তাজু মিয়া এবং ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান। মাহফিল চলাকালে বড় পর্দায় বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান স্থাবর সম্পত্তির বিবরণ, প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি দায়িত্বপালনকারী কমিটি সমূহ, বর্তমান কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও ট্রাস্ট্রি বোর্ড, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং ১ লাখ কবরের বাংলাদেশ সেমিট্রির ইতিবৃত্ত তুলে ধরা হয়। মাহফিলে আগত মুসুল্লীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয় এবং আগ্রহী প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে সদস্য অর্ন্তভূক্তি ফরম বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।