এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স থেকে) ঃ ফ্রান্সের তুলুজের বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি‘র উদ্যোগে এক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। তুলুজ শহরের জন জুরিস থেকে ১২০ জন সদস্যকে নিয়ে দুইটি বাসযোগে গত ১৩ অগাষ্ট বালখশ সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। যাত্রার শুরুতে নবগঠিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি তুলুজে‘র সভাপতি সুলতান আহমদ মিঠু স্বাগত বক্তব্য দেন। সহ-সাধারণ সম্পাদক সুবেল আহমদের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু। ফয়সল আহমদ ইমন,অলি আহমদ ও জিল্লুর রহমান যাত্রাপথে সবাইকে নানাভাবে আনন্দ উপভোগ করান। সমুদ্র সৈকতে গিয়ে নানা আয়োজন শেষে ‘র্যাফেল ড্র’ ও এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এসময় বক্তব্য রাখেন তুলুজের বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি‘র উপদেষ্ঠা হক বজলু, এনাম আহমদ, এমরান আহমদ, সহ সভাপতি আজাদ আহমদ রিপন, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নানু ও সিনিয়র সদস্য মাসুম আহমদ,ফয়সল খান ইমন, আকাশ আহমদ,কোষাধ্যক্ষ রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ,জহিরুল ইসলাম,শাওন আহমদ, জামিল আহমদ,আলী হোসেন মিষ্ঠু, ফরহাদ আহমদ,শরীফ উদ্দিন,মুন্না, জাহাঙ্গীর খান,জাহাঙ্গীর,আব্দুস শুকুর,মিসবা উদ্দিন,আনোয়ার হোসেন ও মুজিব রহমান প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।