বিজয় দিবসে একটু অন্যরকমের উদ্যোগে বার্মিংহামে বাংলা স্কুলের উদ্বোধন
বিজয় দিবসে একটু অন্যরকমের উদ্যোগে বার্মিংহামে বাংলা স্কুলের উদ্বোধন
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৭
রাজু আহমেদ ঃ প্রবাসে বেড়ে উঠা বাঙালী নব প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখা,লিখা ও পড়ার বিষয়ে আগ্রহী করতে বার্মিংহামে উদ্বোধন করা হয়েছে একটু অন্যরকম নামে একটি বাংলা স্কুল। বার্মিংহামের বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্মলহীথের মিডিয়া পয়েন্টে আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয় একটু অন্যরকম বাংলা স্কুল। বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মী,কলামিষ্ট,সাহিত্যিকসহ কমিউনিটিরি বিভিন্ন সামাজিক.সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বাংলা স্কুলের আনুষ্টানিক উদ্বোধন করেন ফ্রান্সের সাবেক বাংলাদেশী রাষ্ট্রদূত বাহান্নর ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ডঃ তজাম্মল হক টনি এমবিই। বাংলা স্কুলের উদ্বোধন ও প্রথম দিনের ক্লাস শুরু উপলক্ষ্যে আয়োজন করা হয় এক সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান। বৃটেন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ তেলাওয়াত করেন বাংলা স্কুলের ছাত্র তানভীর হোসেন। একটু অন্যরকম বাংলা স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলালের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক হাফিক ক্বাবির আহমেদ ও বাংলা স্কুলের শিক্ষিকা নাজনীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকে‘র জয়নাল ইসলাম আর স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে কমিউনিটির সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন একুট অন্যরকম বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,ফাইনেন্স ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল ও উপদেষ্টা আমিনুর রহমান। বক্তব্য রাখেন স্কুলের শিক্ষিকা কবি আমিনা বেগম,কমিউনিটি নেতা মোস্তফা কামাল বাবলু,জালাল চৌধুরী,আশিক মিয়া,হাবিবুর রহমান,সালেহ আহমেদ,খালেদ আহমেদ প্রমূখ। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,এলবি টুয়েন্টি ফোর ডট টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,একাত্তর টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ এবং চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ প্রমূখ। বাংলা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য বিজয় ব্যাজ কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যোগ দিয়ে আগত সকল শিক্ষার্থী,অভিভাবক এবং অতিথিদের বিজয় ব্যাজ পরিয়ে দেন। এসময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক হিসেবে বিজয় ব্যাজকে আখ্যায়িত করে সংক্ষিপ্ত আলোচনা করনে যুক্তরাজ্য বিজয় ব্যাজ কমিটিরি তারেক চৌধুরী,শেবুল চৌধুরী ও সাইফুল আলম। উল্লেখ্য একুট অন্যরকম বাংলা স্কুলে প্রতি সপ্তাহের রোববার দুপুর ১২ থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে বাংলা ক্লাস নেওয়া হবে এবং ক্লাসশেষে শিক্ষানবিস সকলকে খাবার প্রদান করা হবে। বাংলা স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলা কাগজের সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ,রিয়েল সিলেট পেইজের হেলাল আহমেদ ও বার্মিংহাম যুব সমিতির নজরুল ইসলাম।