আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন স্টার্ক

Daily Ajker Sylhet

৩০ মার্চ ২০১৮, ০২:১০ অপরাহ্ণ


আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক :  ডান পায়ের ইনজুরির কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। একই সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চতুর্থ টেস্ট থেকেও নাম প্রত্যাহার করেন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে আজ টস করতে নেমে অসি অধিনায়ক টিম পাইন জানান, ‘পুরো সফরেই ছোট-খাটো ইনজুরি সমস্যায় ভুগছেন স্টার্ক এবং এজন্যই শেষ টেস্টে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।’
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, তার পায়ে চিড় ধরেছে এবং আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি দেশে ফিরে যাবেন। আগামী ৭ এপ্রিল শুরু হওয়া আইপিএলে স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের চুক্তি বাতিল করার পর অস্ট্রেলিয়ার তৃতীয় খেলোয়াড় হিসেবে আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন স্টার্ক। ক্রিকেট অস্ট্রেরিয়া ইতোমধ্যেই স্মিথ ও ওযার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।