বিশ্বের সেরা ১০০ বিমান সংস্থা : এক নম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্স, দ্বিতীয় কাতার এয়ারওয়েজ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৪৩, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্বের সেরা ১০০ বিমান সংস্থা : এক নম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্স, দ্বিতীয় কাতার এয়ারওয়েজ

প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯
বিশ্বের সেরা ১০০ বিমান সংস্থা : এক নম্বর সিঙ্গাপুর এয়ারলাইন্স, দ্বিতীয় কাতার এয়ারওয়েজ

ডেস্ক রিপোর্ট :: বিশ্বের সেরা ১০০ বিমান সংস্থা বা এয়ারলাইন্সের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড এয়ারলাইন্স এওয়ার্ডস। ওই তালিকায় বিশ্বে এক নম্বর বিমান সংস্থা নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সম্প্রতি লন্ডনের ল্যাঙ্গাহাম হোটেলে এ ঘোষণা দেয়া হয়। ২০১৮ সালে সেবাদানকারী বিমান সংস্থাগুলোর ওপর সারা বিশ্বের ভ্রমণকারীরা ভোট দিয়ে এসব সংস্থাকে বেছে নিয়েছেন। সম্প্রতি বিমান সংস্থার মালিকরা বা ব্যবস্থাপনা বিভাগ ২০১৮ সালের এওয়ার্ড গ্রহণ করতে সমবেত হয়েছিলেন। ওই তালিকায় বিশ্বে এক নম্বর বিমান সংস্থা নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ২০১৭ সালে তারা ছিল দ্বিতীয় অবস্থানে। ২০১৮ সালে দ্বিতীয় হয়েছে কাতার এয়ারওয়েজ। ২০১৭ সালে তাদের অবস্থান ছিল এক নম্বরে। ২০১৮ সালে তিন নম্বরে রয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ। ২০১৭ সালে তাদের অবস্থান একই ছিল। ২০১৮ সালে চার নম্বরে রয়েছে এমিরেটস। আগের বছরও তাদের অবস্থান একই স্থানে ছিল। ২০১৭ সালের ৬ষ্ঠ অবস্থান থেকে ২০১৮ সালে এক ধাপ পেরিয়ে ৫ম অবস্থানে এসেছে ইভা এয়ার। এক ধাপ অবনতি হয়েছে ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের। ২০১৭ সালে তারা ছিল ৫ম অবস্থানে। কিন্তু ২০১৮ সালে তারা রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। ২০১৮ সালে এরপর পর্যায়ক্রমে রয়েছে লুফথানসা, হাইনান এয়ারলাইন্স, গারুদা ইন্দোনেশিয়া, থাই এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ, অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স, এয়ার নিউজিল্যান্ড, তার্কিশ এয়ারলাইন্স, কেএলএম রয়েল ডাচ এয়ারলাইন্স, হংকং এয়ারলাইন্স, ব্যাংকক এয়ারওয়েজ, ভার্জিনিয়া অস্ট্রেলিয়া,  এরোফ্লোট, আসিয়ানা এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, ক্যাথি ড্রাগন, ফিন এয়ার, এয়ার এশিয়া, ভার্জিন আটলান্টিক প্রভৃতি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামওই ১০০ সেরা বিমান সংস্থার মধ্যে নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।