বই মেলা নিয়ে এটিএন বাংলায় ‘একুশের বই মেলা’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫৩, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বই মেলা নিয়ে এটিএন বাংলায় ‘একুশের বই মেলা’

প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৯
বই মেলা নিয়ে এটিএন বাংলায় ‘একুশের বই মেলা’

ডেস্ক রিপোর্ট :: অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। দীর্ঘ সময় ধরে আমাদের সাহিত্য ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে মূলত এ মেলাকে কেন্দ্র করে। বাঙালীর ভাষা, সাংস্কৃতি বোধ ও ঐতিহ্য হলো অমর একুশে বইমেলার ভিত্তি।লেখক, পাঠক এবং প্রকাশকদের কাছে অমর একুশে বইমেলা এক সেরা উৎসব। সবারই মিলন মেলা বাংলা একাডেমির বইমেলা। প্রতিবারের মত এবারও বাঙালির প্রাণের উৎসব মাসব্যাপি অমর ২১শে বইমেলা উপলক্ষ্যে এটিএন বাংলায় বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।

‘একুশের বইমেলা’ শিরোনামে এই অনুষ্ঠানটি আগামীকাল (০৫ ফেব্র“য়ারি) থেকে ফেব্র“য়ারি মাসজুড়ে প্রতি মঙ্গলবার, বিকাল ৪.৩০ মিনিটে প্রচারিত হবে। লেখক, প্রকাশক আর পাঠকের চারণভূমি এই মেলায় প্রতিদিনই প্রকাশিত হয় নতুন বই।অনুষ্ঠানে নিয়মিতভাবে নতুন বইয়ের পরিচিতি তুলে ধরা হবে দর্শকদের জন্য। প্রকাশিত নতুন বই ছাড়াও লেখক ও প্রকাশক পরিচিতি, মেলা প্রাঙ্গণে উপস্থিত দর্শকদের কথাও তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।